Wellcome to National Portal

 জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নড়াইল জেলার কতিপয় জনতাত্ত্বিক পরিসংখ্যানঃ জেলার মোট জনসংখ্যা (জুন ২০২২ পর্যন্ত): ৭,৮৮,৬৭১; পুরুষ জনসংখ্যা: ৩,৮৩,৫৯২; মহিলা জনসংখ্যা: ৪,০৫,০৫৩; হিজড়া: ২৬ ।  উপজেলার জনসংখ্যা: কালিয়া- ২,৪৩,১৬৬, লোহাগড়া- ২,৪৮,৪৩৭, নড়াইল সদর- ২,৯৭,০৬৮ । সাধারণ খানার গড় আকার: ৩.৯৮ ।  ধর্ম অনুসারে জনসংখ্যা: মুসলিম- ৬,৬৩,৯৬১, হিন্দু- ১,২৪,৪৬৫, খ্রিস্টান- ১৯৪, বৌদ্ধ- ৪০, অন্যান্য-১১ ।  জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার: ০.৭৯ ।  জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটার): ৮১৫ ।  লিঙ্গ অনুপাত (পুরুষ:মহিলা): ৯৪.৭০ : ১০০ ।  শিশু-মহিলা অনুপাত: ৩৪৮.৮৪ ।  নির্ভরতা অনুপাত: ৫৬.১০ ।  স্বাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব বয়সী): ৭৪.৬৬ (পুরুষ-৭৬.১৯, মহিলা- ৭৩.২২) (গ্রামীণ- ৭৩.৫৫, শহুরে- ৭৮.৫১) ।  ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যার নিজস্ব ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে: ৬৭.৬৯% ব্যক্তির (জাতীয় হার- ৬৯.৯৩%) ।  ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তির ইন্টারনেট ব্যবহারের হার: ৩২.৩৯% (জাতীয় হার- ৩৬.৯২%) । খাতভিত্তিক কাজে নিয়োজিত জনগোষ্ঠী: কৃষি- ৫৭.৫৩%, সেবা- ৩৫.০৩%, শিল্প- ৭.৪৩% । (তথ্যসূত্রঃ জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর নড়াইল জেলা রিপোর্ট)।


শিরোনাম
সেবার তালিকা
বিস্তারিত

ক ও খ) নাগরিক ও প্রাতিষ্ঠানিক সেবাঃ

০১। জনসংখ্যার প্রত্যয়নপত্র ০২। জনশুমারির তথ্য ০৩। কৃষি শুমারির তথ্য ০৪। অর্থনৈতিক শুমারির তথ্য ০৫। বস্তি শুমারির তথ্য ০৬। তাঁত শুমারির তথ্য ০৭। টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (TVET) ইনস্টিটিউশন সেন্সাস ০৮। বিজিনেস ডাইরেক্টরির তথ্য ০৯। উৎপাদনশীল প্রতিষ্ঠান জরিপের (SMI) তথ্য ১০। পাইকারী ও খুচরা ব্যবসা জরিপের তথ্য ১১। হোটেল এন্ড রেস্টুরেন্ট জরিপের তথ্য ১২। ভাইটাল স্ট্যাটিসটিকস (জন্ম হার ও মৃত্যু হার) ১৩। মূল্য ও মজুরী সংক্রান্ত তথ্য ১৪। দুর্যোগ সম্পর্কিত তথ্য (ECDS) ১৫। প্রধান ও অপ্রধান ফসলের হিসাব সংক্রান্ত তথ্য ১৬। স্বাস্থ্য ও জনতন্ত্র সংক্রান্ত ১৭। খানা ভিত্তিক শিক্ষা জরিপের তথ্য ১৮। প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপের তথ্য ১৯। আইসিটি বিষয়ক জরিপের তথ্য ২০। টাইম ইউজ সার্ভের তথ্য ২১। শ্রমশক্ত জরিপের তথ্য ২২। শিশু শ্রম, শিশু শিক্ষা ও পথ শিশু জরিপের তথ্য ২৩। জেন্ডার স্ট্যাটিসটিকস সম্পর্কিত তথ্য ২৪। শিল্প পরিসংখ্যান জরিপের তথ্য ২৫। কুটির শিল্প জরিপের তথ্য ২৬। খানার আয় ব্যয় সম্পর্কিত তথ্য (HIES) ২৭। ভোক্তার মূল্য সূচক জরিপ তথ্য (CPI) ২৮। জিডিপির প্রবৃদ্ধির হার সম্পর্কিত তথ্য ২৯। মাসিক কৃষি মজুরীর হার সম্পর্কিত তথ্য ৩০। পরিবেশ পরিসংখ্যান সম্পর্কিত তথ্য ৩১। জাতীয় হিসাব পরিসংখ্যান সম্পর্কিত তথ্য ৩২। বন, মৎস্য এবং গবাদি পশু ও হাঁস, মুরগী প্রাক্কলন জরিপ তথ্য ৩৩। ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যান সম্পর্কিত তথ্য ৩৪। ট্যোবাকো সার্ভে সংক্রান্ত তথ্য ৩৫। নারী নির্যাতন (VAW) জরিপের তথ্য ৩৬। মা ও-শিশু পুষ্টি জরিপের তথ্য ও অপুষ্টি মানচিত্র ৩৭। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (MICS) ৩৮। ডিস্ট্রিকস স্ট্যাটিসটিকস ৩৯। বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত তথ্য ৪০। প্রবাসী আয় ও বিনিয়োগ জরিপের তথ্য ৪১। দাগগুচ্ছ জরিপের তথ্য ৪২। জিও কোড হালনাগাদকরণ ৪৩। ক্লাসিফিকেশন কোড (BSCI, BSCO, BCPC)


গ) অভ্যন্তরীণ সেবাঃ 

০১। জিপিএফ অগ্রীম মঞ্জুরি ০২। গৃহ নির্মাণ অগ্রীম মঞ্জুরি ০৩। অর্জিত ছুটি মঞ্জুরি ০৪। শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরি 


ডাউনলোড

জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল

হোল্ডিং নং- ০৫৫৫-০১ ও ০২

মুচিপোল (যশোর বাসষ্ট্যান্ড সংলগ্ন), উত্তর কুড়িগ্রাম, নড়াইল-৭৫০০।