Wellcome to National Portal

 জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নড়াইল জেলার কতিপয় জনতাত্ত্বিক পরিসংখ্যানঃ জেলার মোট জনসংখ্যা (জুন ২০২২ পর্যন্ত): ৭,৮৮,৬৭১; পুরুষ জনসংখ্যা: ৩,৮৩,৫৯২; মহিলা জনসংখ্যা: ৪,০৫,০৫৩; হিজড়া: ২৬ ।  উপজেলার জনসংখ্যা: কালিয়া- ২,৪৩,১৬৬, লোহাগড়া- ২,৪৮,৪৩৭, নড়াইল সদর- ২,৯৭,০৬৮ । সাধারণ খানার গড় আকার: ৩.৯৮ ।  ধর্ম অনুসারে জনসংখ্যা: মুসলিম- ৬,৬৩,৯৬১, হিন্দু- ১,২৪,৪৬৫, খ্রিস্টান- ১৯৪, বৌদ্ধ- ৪০, অন্যান্য-১১ ।  জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার: ০.৭৯ ।  জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটার): ৮১৫ ।  লিঙ্গ অনুপাত (পুরুষ:মহিলা): ৯৪.৭০ : ১০০ ।  শিশু-মহিলা অনুপাত: ৩৪৮.৮৪ ।  নির্ভরতা অনুপাত: ৫৬.১০ ।  স্বাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব বয়সী): ৭৪.৬৬ (পুরুষ-৭৬.১৯, মহিলা- ৭৩.২২) (গ্রামীণ- ৭৩.৫৫, শহুরে- ৭৮.৫১) ।  ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যার নিজস্ব ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে: ৬৭.৬৯% ব্যক্তির (জাতীয় হার- ৬৯.৯৩%) ।  ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তির ইন্টারনেট ব্যবহারের হার: ৩২.৩৯% (জাতীয় হার- ৩৬.৯২%) । খাতভিত্তিক কাজে নিয়োজিত জনগোষ্ঠী: কৃষি- ৫৭.৫৩%, সেবা- ৩৫.০৩%, শিল্প- ৭.৪৩% । (তথ্যসূত্রঃ জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর নড়াইল জেলা রিপোর্ট)।


এর নজরে জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল

জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল একটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান। এটি পরিকল্পনা মন্ত্রণালয় এর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা  বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাঠ পর্যায়ের একটি কার্যালয়, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন একজন উপপরিচালক। ২০১৩ সাল হতে জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল এর কার্যক্রম শুরু হয়।  জেলা পর্যায়ে জনশুমারি, অর্থনৈতিক শুমারি ও  কৃষি শুমারি ছাড়াও এডহক ভিত্তিতে বিভিন্ন জরিপ ও শুমারি কার্যক্রম পরিচালনাসহ উপজেলা পরিসংখ্যান অফিসসমূহের  প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব অত্র অফিসের ওপর ন্যস্ত। 


জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল

হোল্ডিং নং- ০৫৫৫-০১ ও ০২

মুচিপোল (যশোর বাসষ্ট্যান্ড সংলগ্ন), উত্তর কুড়িগ্রাম, নড়াইল-৭৫০০।