জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল
জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল
জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল এর উল্ল্যেখযোগ্য কিছু কার্যাবলি:
- জনশুমারি, কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারিসহ অন্যান্য শুমারি ও জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা;
- ০৬টি প্রধান ও ১২৬ টি অপ্রধান ফসলের একর প্রতি উৎপাদন ও উৎপাদন-ব্যয় এবং ফসলাধীন জমির পরিমাণ নির্ণয়;
- বন জরিপ, মৎস উৎপাদন সংক্রান্ত জরিপ, গবাদি পশু ও হাঁস-মুরগির হিসাব প্রাক্কলন এবং ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যানসহ দাগগুচ্ছ জরিপ পরিচালনা;
- প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট অস্থায়ী ফসলের (আউশ, আমন, বোরো, পাট, গম, আলু) ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রণয়ন;
- জেলা পর্যায়ের এসভিআরএস জরিপের তথ্য সংগ্রহ পরিচালনা ও কার্যক্রম (জন্ম, মৃত্যু, আগমণ, বহির্গমন, বিবাহ, তালাক, জন্মনিয়ন্ত্রণ এর তথ্য) সংগ্রহ;
- পরিসংখ্যান বিষয়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, পরিসংখ্যানের ভূমিকা ও কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ;
- Consumer Price Index (CPI) এর মাধ্যমে মূল্যস্ফীতি নির্ণয়সহ জীবনযাত্রার ব্যয় নির্ধারণে মাঠ পর্যায় হতে তথ্য সংগ্রহ;
- Index of Industrial Production (IIP), Wage Rate Index (WRI), Building Materials Price Index (BMPI), House Rent Index (HRI) ইত্যাদি সূচকের তথ্য মাঠ পর্যায় হতে সংগ্রহ করা ইত্যাদি।
জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল
হোল্ডিং নং- ০৫৫৫-০১ ও ০২
মুচিপোল (যশোর বাসষ্ট্যান্ড সংলগ্ন), উত্তর কুড়িগ্রাম, নড়াইল-৭৫০০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস