জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল
জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল
সাম্প্রতিক সময়ের অর্জনসমূহ:
দেশের উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন এবং প্রশাসনিক কর্মকান্ডের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য সরবরাহ করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর দায়িত্ব। জাতীয় ও স্থানীয় পরিকল্পনা প্রণয়নে নিয়োজিত পরিকল্পনাবিদ, সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও জনসাধারণের ব্যবহারের জন্য নিয়মিতভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ, সঙ্কলন ও প্রকাশের দায়িত্ব বিবিএস পালন করে আসছে। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র (National Strategy for the Development of Statistics-NSDS) এবং পরিসংখ্যান আইন ২০১৩ প্রণয়ন করা হয়েছে। ফলে বিবিএস-এর কাজের পরিধি সম্প্রসারিত হয়েছে।
২০২১, ২০২২ ও ২০২৩ সনে পরিসংখ্যান বর্ষগ্রন্থ, পরিসংখ্যান পকেটবুক, ন্যাশনাল একাউন্টস স্ট্যাটিসটিকস, মাসিক পরিসংখ্যান বুলেটিন, ভোক্তা মূল্য সূচক ও অন্যান্য সূচকসমূহ নিয়মিত প্রকাশিত হয়েছে। কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৯ এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 'জনশুমারি ও গৃহগণনা ২০২২" এর মূল শুমারি অনুষ্ঠিত ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) এর মাধ্যমে দেশের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, জন্ম-মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার এবং মাতৃমৃত্যুর হার নিয়মিত প্রকাশিত হয়। বাংলাদেশের দারিদ্র্য, আয়, ব্যয় ভোগ সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রদানের জন্য (HIES) ২০২২ এর তথ্য চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিবিএস গত তিন বছরে নিয়মিত জরিপসমূহের প্রতিবেদন যেমন, ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩ এর ৪র্থ কোয়ার্টারের (অক্টোবর- ডিসেম্বর) ২০২৩ এর রিপোর্ট, Gross Domestic Products (GDP) of Bangladesh 2022-23 সহ আরও অনেক জরিপের রিপোর্ট প্রকাশিত হয়েছে।
জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল
হোল্ডিং নং- ০৫৫৫-০১ ও ০২
মুচিপোল (যশোর বাসষ্ট্যান্ড সংলগ্ন), উত্তর কুড়িগ্রাম, নড়াইল-৭৫০০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস