Wellcome to National Portal

 জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নড়াইল জেলার কতিপয় জনতাত্ত্বিক পরিসংখ্যানঃ জেলার মোট জনসংখ্যা (জুন ২০২২ পর্যন্ত): ৭,৮৮,৬৭১; পুরুষ জনসংখ্যা: ৩,৮৩,৫৯২; মহিলা জনসংখ্যা: ৪,০৫,০৫৩; হিজড়া: ২৬ ।  উপজেলার জনসংখ্যা: কালিয়া- ২,৪৩,১৬৬, লোহাগড়া- ২,৪৮,৪৩৭, নড়াইল সদর- ২,৯৭,০৬৮ । সাধারণ খানার গড় আকার: ৩.৯৮ ।  ধর্ম অনুসারে জনসংখ্যা: মুসলিম- ৬,৬৩,৯৬১, হিন্দু- ১,২৪,৪৬৫, খ্রিস্টান- ১৯৪, বৌদ্ধ- ৪০, অন্যান্য-১১ ।  জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার: ০.৭৯ ।  জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটার): ৮১৫ ।  লিঙ্গ অনুপাত (পুরুষ:মহিলা): ৯৪.৭০ : ১০০ ।  শিশু-মহিলা অনুপাত: ৩৪৮.৮৪ ।  নির্ভরতা অনুপাত: ৫৬.১০ ।  স্বাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব বয়সী): ৭৪.৬৬ (পুরুষ-৭৬.১৯, মহিলা- ৭৩.২২) (গ্রামীণ- ৭৩.৫৫, শহুরে- ৭৮.৫১) ।  ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যার নিজস্ব ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে: ৬৭.৬৯% ব্যক্তির (জাতীয় হার- ৬৯.৯৩%) ।  ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তির ইন্টারনেট ব্যবহারের হার: ৩২.৩৯% (জাতীয় হার- ৩৬.৯২%) । খাতভিত্তিক কাজে নিয়োজিত জনগোষ্ঠী: কৃষি- ৫৭.৫৩%, সেবা- ৩৫.০৩%, শিল্প- ৭.৪৩% । (তথ্যসূত্রঃ জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর নড়াইল জেলা রিপোর্ট)।


এসডিজি'র ধারণা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals), এসডিজি বা বৈশ্বিক লক্ষ্যসমূহ হলো ১৭টি আন্তঃসংযুক্ত বৈশ্বিক লক্ষ্যগুলির একটি সংগ্রহ যা "সকলের জন‍্য একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ" অর্জনের পরিকল্পনা হিসাবে তৈরি করা হয়েছে। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং “টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা” হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে। এসব লক্ষ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDGs) -কে প্রতিস্থাপন করেছে, যা ২০১৫ সালের শেষ নাগাদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এসডিজি-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি অভীষ্ট, ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা এবং ১৩৩ টি নির্ধারক অন্তর্ভুক্ত রয়েছে।


এসডিজি'র ১৭টি  অভীষ্ট: দারিদ্র্য বিলোপ (এসডিজি ১); ক্ষুধা মুক্তি (এসডিজি ২); সুস্বাস্থ্য ও কল্যাণ (এসডিজি ৩); মানসম্মত শিক্ষা (এসডিজি ৪); লিঙ্গ সমতা (এসডিজি ৫); নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন (এসডিজি ৬); সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি (এসডিজি ৭); শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি ৮); শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো (এসডিজি ৯); অসমতার হ্রাস (এসডিজি ১০); টেকসই নগর ও জনপদ (এসডিজি ১১); পরিমিত ভোগ ও উৎপাদন (এসডিজি ১২); জলবায়ু কার্যক্রম (এসডিজি ১৩); জলজ জীবন (এসডিজি ১৪); স্থলজ জীবন (এসডিজি ১৫); শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান (এসডিজি ১৬); অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব (এসডিজি ১৭)৷


জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল

হোল্ডিং নং- ০৫৫৫-০১ ও ০২

মুচিপোল (যশোর বাসষ্ট্যান্ড সংলগ্ন), উত্তর কুড়িগ্রাম, নড়াইল-৭৫০০।