Wellcome to National Portal

 জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নড়াইল জেলার কতিপয় জনতাত্ত্বিক পরিসংখ্যানঃ জেলার মোট জনসংখ্যা (জুন ২০২২ পর্যন্ত): ৭,৮৮,৬৭১; পুরুষ জনসংখ্যা: ৩,৮৩,৫৯২; মহিলা জনসংখ্যা: ৪,০৫,০৫৩; হিজড়া: ২৬ ।  উপজেলার জনসংখ্যা: কালিয়া- ২,৪৩,১৬৬, লোহাগড়া- ২,৪৮,৪৩৭, নড়াইল সদর- ২,৯৭,০৬৮ । সাধারণ খানার গড় আকার: ৩.৯৮ ।  ধর্ম অনুসারে জনসংখ্যা: মুসলিম- ৬,৬৩,৯৬১, হিন্দু- ১,২৪,৪৬৫, খ্রিস্টান- ১৯৪, বৌদ্ধ- ৪০, অন্যান্য-১১ ।  জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার: ০.৭৯ ।  জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটার): ৮১৫ ।  লিঙ্গ অনুপাত (পুরুষ:মহিলা): ৯৪.৭০ : ১০০ ।  শিশু-মহিলা অনুপাত: ৩৪৮.৮৪ ।  নির্ভরতা অনুপাত: ৫৬.১০ ।  স্বাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব বয়সী): ৭৪.৬৬ (পুরুষ-৭৬.১৯, মহিলা- ৭৩.২২) (গ্রামীণ- ৭৩.৫৫, শহুরে- ৭৮.৫১) ।  ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যার নিজস্ব ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে: ৬৭.৬৯% ব্যক্তির (জাতীয় হার- ৬৯.৯৩%) ।  ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তির ইন্টারনেট ব্যবহারের হার: ৩২.৩৯% (জাতীয় হার- ৩৬.৯২%) । খাতভিত্তিক কাজে নিয়োজিত জনগোষ্ঠী: কৃষি- ৫৭.৫৩%, সেবা- ৩৫.০৩%, শিল্প- ৭.৪৩% । (তথ্যসূত্রঃ জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর নড়াইল জেলা রিপোর্ট)।


সেবা প্রাপ্তির উপায়সমূহ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের একমাত্র জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন করে সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ করে থাকে। নিম্নোক্ত এক/একাধিক উপায়ে সেবা পেতে পারেন:


 ক। সেবা প্রদানকারী অফিসের নাম : জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল

ক্রমিক নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

 

সংশ্লিষ্টআইন-কানুন / বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১।


জরিপ এবং শুমারির তথ্য প্রদান


উপপরিচালক


আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অত:পর আবেদনপত্র উপপরিচালক এর নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। উপপরিচালক এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।


১-৩দিন;

বিনামূল্যে (তবে সিডি তে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে


১. তথ্য অধিকার আইন-২০০৯


২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা , ২০০৯


৩. পরিসংখ্যান আইন -২০১৩


যুগ্মপরিচালক, বিভাগীয় পরিসংখ্যান অফিস, খুলনা


০২।


জনসংখ্যার প্রত্যয়নপত্র প্রদান


উপপরিচালক


আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অত:পর আবেদনপত্র উপপরিচালক এর নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। উপপরিচালক এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।


১-৩দিন;

বিনামূল্যে (তবে সিডি তে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে)


১. তথ্য অধিকার আইন-২০০৯


২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা , ২০০৯


৩. পরিসংখ্যান আইন -২০১৩


যুগ্মপরিচালক, বিভাগীয় পরিসংখ্যান অফিস, খুলনা










** তথ্য প্রাপ্তির আবেদনপত্রের পিডিএফ (pdf) কপি পেতে এই লেখার উপর ক্লিক করুন **

*** তথ্য প্রাপ্তির আবেদনপত্রের editable doc (MS Word file) কপি পেতে এই লেখার উপর ক্লিক করুন **


খ। তথ্য সমৃদ্ধ ওয়েবসাইটঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদকৃত ওয়েবসাইট থেকে ব্যবহারকারীগণ বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bbs.gov.bd


গ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত সকল প্রকাশনা নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে নিম্নোক্ত ঠিকানা হতে ক্রয় করতে পারেন। 

০১।

 বিবিএস সেলস সেন্টার-১,  পরিসংখ্যান ভবন (নিচ তলা), ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ ।

০২।

 বিবিএস সেলস সেন্টার (আনসারি ভবন)-২, আনসারি ভবন (১ম তলা), ১৪/২, তোপখানা রোড (প্রেস ক্লাবের বিপরীত দিকে), ঢাকা-১০০০, বাংলাদেশ ।

 

- বিবিএস প্রকাশনা ক্রয় করতে হলে নিম্নলিখিত ঠিকানা বরাবরে ব্যাংক ড্রাফট করতে হবেঃ

       মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

       পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ ।



ঘ। উপাত্তের ডিজিটাল কপি প্রদানের সেবাঃ

তথ্যসংগ্রহকারীগণ নির্ধারিত মূল্যের বিনিময়ে ব্যুরোর প্রধান কার্যালয়স্থ ডাটা আর্কাইভ থেকে প্রয়োজনীয় তথ্য/উপাত্ত সিডি মারফত সংগ্রহ করতে পারেন। এছাড়া গবেষণা কাজে ব্যবহারের জন্য দেশী/ বিদেশী ব্যক্তি বা সংস্থাকে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিনামূল্যে/ স্বল্পমূল্যে প্রাথমিক তথ্য সরবরাহ করা হয়।


ঙ। লাইব্রেরী সেবাঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লাইব্রেরী ও বিক্রয়কেন্দ্র ১৪/২ তোপখানা রোড, আনসারী ভবন, ঢাকা-তে অবস্থিত। ব্যুরোর প্রধান কার্যালয়েও একটি লাইব্রেরী রয়েছে।

এছাড়াও জেলা পরিসংখ্যান অফিস, নড়াইল এ ছোট পরিসরে একটি লাইব্রেরী আছে। পাঠকগণ সকল সরকারী কার্যদিবসে লাইব্রেরীতে পাঠ করতে পারেন। বিক্রয়কেন্দ্রে ব্যুরোর প্রকাশনাসমূহ বিক্রয় করা হয়। এছাড়া ব্যুরোর নির্ধারিত সেলস্ এজেন্টেদের নিকটও প্রকাশনাসমূহ পাওয়া যায়।


চ। ই-বুক সেবাঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি বিশাল ই-বুক ভান্ডার আছে যেখানে আমাদের গ্রাহকেরা সকল সময় প্রকাশিত সকল প্রকাশনার soft copy ই-বুক আকারে নিম্ন লিখিত link এর মাধ্যমে পড়তে পারবেন।

http://203.112.218.64/ebook/

 

বি. দ্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর বিভিন্ন, শুমারি এবং জরিপ এর ডাটা সরবরাহ/বিক্রয় সংক্রান্ত নীতিমালা রয়েছে। ** ডাটা সরবরাহ/বিক্রয় সংক্রান্ত নীতিমালা ২০১৩ দেখতে এই লেখার উপর ক্লিক করুন **.pdf


জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল

হোল্ডিং নং- ০৫৫৫-০১ ও ০২

মুচিপোল (যশোর বাসষ্ট্যান্ড সংলগ্ন), উত্তর কুড়িগ্রাম, নড়াইল-৭৫০০।